হোম > সারা দেশ > চট্টগ্রাম

এস আলমসংশ্লিষ্ট ৩ ব্যাংক থেকে চাকরিচ্যুতদের মহাসড়ক অবরোধ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে এস আলমসংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং পথচারীরা ভোগান্তিতে পড়েন।

মহাসড়ক অবরোধের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করা হয়। অবরোধে অংশ নেন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের কর্মীরা।

অবরোধের ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচল করা বাসসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিক্ষোভের সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা কোনো যান চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারেনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধকারীদের সরিয়ে দিলে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ৩ হাজার কর্মকর্তা-কর্মচারীকে সম্প্রতি বিভিন্ন ব্যাংক থেকে অপসারণ করা হয়েছে। এর প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা