হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে সিনেমাহল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ফেনী-র‍্যাব ৭। এ ঘটনায় বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেছেন র‍্যাব ৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-আব্দুর রহিম মিলন (২৭) ও আমানুল হক সোহেল। 

র‍্যাব ৭ এজাহারে জানায়, খাগড়াছড়ির রামগড়ের সিনেমাহল এলাকায় অস্ত্রসহ দুজন অবস্থান করছে-এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের একটি ফার্নিচার দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আব্দুর রহমান মিলনের কাছে থেকে ১টি বিদেশি অস্ত্র ও ১টি ম্যাগাজিন এবং আমানুল হক সোহেলে কাছ থেকে ২ রাউন্ড তাজা গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টায় তাদের রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। 

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‍্যাব ৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৫। 

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫