হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আ.লীগ নেত্রী বহিষ্কার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩০ জানুয়ারি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দলীয় প্যাডে লিখিতভাবে তাঁকে বহিষ্কার করা হলেও গতকাল শনিবার রাতে স্থানীয় সংবাদকর্মীদের কাছে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ পায়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপির মৃত্যুর কারণে সৃষ্ট নানা ব্যস্ততায় বিষয়টি মিডিয়ায় জানানো হয়নি। গতকাল শনিবার বিভিন্ন মিডিয়ায় তাঁর বহিষ্কারাদেশ পাঠানো হয়েছে।

বানাজা বেগমের বহিষ্কারের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়, গত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করার জন্য ষড়যন্ত্র করেছেন বানাজা বেগম নিশি। নির্বাচনে পরাজয়ের পর অনলাইন, ফেসবুক লাইভে এসে দল ও সরকারপ্রধানের বিরুদ্ধে বানাজা বেগম নিশি বিভিন্ন বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয় চিঠিতে।

এ অবস্থায় গঠনতন্ত্রের ৫/(ক) ধারা অনুযায়ী সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় বানাজা বেগম নিশিকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কর্ণফুলীতে পুলিশ বক্সে হামলাসহ নানা বিষয়ে খুবই আলোচিত-সমালোচিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি। পাঁচ বছর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও গত বছরের নভেম্বরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. ফারহানা মমতাজের কাছে বিপুল ভোটের ব্যবধানে বানাজা হেরে যান।

এ বিষয়ে জানতে চাইলে বানাজা বেগম নিশির মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল