হোম > সারা দেশ > কক্সবাজার

নতুন লেবেল বসিয়ে মেয়াদোত্তীর্ণ বগুড়ার দই বিক্রি, জরিমানা ৪ লাখ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে শহরে একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ দই ও ফিরনি বিক্রি করায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ অনাদায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকায় শৈবাল ফুড প্রোডাক্ট নামের ওই প্রতিষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এ এইচ এম আসিফ বিন ইকরাম জানান, বগুড়া থেকে দই এনে মেয়াদের লেবেল তুলে নতুন তারিখ সংবলিত মেয়াদের লেবেল লাগিয়ে দই ও ফিরনিসহ বিভিন্ন মিষ্টান্ন বিক্রি করা হচ্ছিল।

প্রতিষ্ঠানটির মালিক আমির হোসেন ঘটনার দায় স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠান থেকে শহরের বেশির ভাগ হোটেল-রেস্টুরেন্টে দই, ফিরনি, কাস্টার্ড ও পুডিং সরবরাহ করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বলেন, কক্সবাজার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে দেশি-বিদেশি পর্যটক আসেন। বগুড়া থেকে দই এনে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভেজাল পণ্য সরবরাহ করে আসছে।

অভিযানে কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির