হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রশাসন এলেই নামে শাটার

প্রতিনিধি, চান্দিনা

চান্দিনায় প্রশাসন এলেই নামানো হয় সব দোকানের শাটার। তবে প্রশাসন চলে গেলে আবারও খোলা হচ্ছে।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, চান্দিনা বাজারের দোকানের একটি শাটার খুলে সামনে দাঁড়িয়ে রয়েছে একজন কর্মচারী। তিনি প্রশাসনকে পাহারা দিচ্ছেন। 

দোকানে সামনে রয়েছে ক্রেতাদের ভিড়। প্রশাসন আসার খবর পেলেই শাটার নামিয়ে দিচ্ছে দোকানের সামনে থাকা কর্মচারী। সরে যাচ্ছে ক্রেতারা। 

স্থানীয় বাসিন্দা মো. মাসুম বলেন, কঠোর বিধিনিষেধে এক শাটার খুলে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। প্রশাসনের এ বিষয়ে আরও কঠোর হওয়া উচিত। এ ছাড়া বাজার কমিটি ও জনপ্রতিনিধি কাজ করতে হবে।

চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূঁইয়া বলেন, ‘আমরা বিধিনিষেধের আগে দিন থেকেই সবাইকে সতর্ক করছি। তারপরও কেউ কেউ আমাদের কথা না মেনে দোকান খোলা রাখছে। তবে আমরা চেষ্টা করছে সরকারি নির্দেশনা বাস্তবায়নে।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার বলেন, আমরা প্রতিনিয়তই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছি। জরিমানা করছি। এ ছাড়া সরকারের সিদ্ধান্ত অমান্য করে যারাই দোকাই খুলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে চান্দিনায় ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীর দুই–তৃতীয়াংশই চান্দিনা পৌর এলাকার বাসিন্দা। সর্বশেষ ২৪ ঘণ্টায় চান্দিনার ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছ একজন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চান্দিনায় এ পর্যন্ত ৯৯৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে ৪৫ জন। সুস্থ হয়েছে ৬৪৩ জন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত