হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে পুকুরঘাট থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরঘাট থেকে মনিন্দ্র চক্রবর্তী ওরফে মনু (৬৫) নামের এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকার ভৈরব মন্দিরসংলগ্ন ব্যাসকুণ্ডের পুকুরঘাটে এই ঘটনা ঘটে। 

নিহত মনিন্দ্র চক্রবর্তী চট্টগ্রামের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকার রঘুনাথ বাড়ির ফণি ভূষণ চক্রবর্তীর ছেলে। তাঁর স্ত্রী ও এক ছেলেসন্তান রয়েছে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র পোদ্দার। তিনি বলেন, আজ সকালে ব্যাসকুণ্ডের পুকুর ঘাটে অপরিচিত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা এ বিষয় থানা-পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রাজীব চন্দ্র জানান, নিহত মনিন্দ্র চক্রবর্তীকে অনেক সময় ব্যাসকুণ্ড ও ভৈরব মন্দিরের আশপাশে ভবঘুরের মতো ঘুরতে দেখা যেত। তিনি প্রায় সময় নেশাগ্রস্ত থাকতেন। 

সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মনিন্দ্র চক্রবর্তীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পুলিশ পাঠিয়েছে বলে জানান এসআই রাজীব চন্দ্র। 

এসআই রাজীব চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, মনিন্দ্র চক্রবর্তী বাবুর্চির কাজ করতেন। তিনি অধিকাংশ সময় কাজ শেষে নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকতেন। নিহতের মরদেহ নিতে স্বজনেরা যোগাযোগ করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে