হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় কথা-কাটাকাটির জের ধরে মো. সাজ্জাদ হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে হামলায় আহত ওই কিশোর চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে মারা যায়। 

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল ও হামিদচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফরহাদ প্রকাশ ফারুক (১৮) ও অপরজন কিশোর বয়সী (১৭)। তাঁরা চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা। নিহত সাজ্জাদও একই থানার খলিফাপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে। সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। জাহিদুল কবির বলেন, গতকাল শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে পূর্ব পরিচিত কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় সাজ্জাদ নামের এক কিশোরের। পরে সন্ধ্যায় খাজা রোডে বন্ধুদের সঙ্গে চা পানের সময় ওয়াসিম, ফারুকসহ সাত-আটজন মিলে সাজ্জাদের বুকে ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে সে মারা যায়। 

এ ঘটনায় সাজ্জাদের বাবা আবু সিদ্দিক বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেছেন। 

ওসি বলেন, এই ঘটনায় মামলার পর সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি ফারুক ও তিন নম্বর আসামিকে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট