হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় কথা-কাটাকাটির জের ধরে মো. সাজ্জাদ হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে হামলায় আহত ওই কিশোর চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে মারা যায়। 

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল ও হামিদচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফরহাদ প্রকাশ ফারুক (১৮) ও অপরজন কিশোর বয়সী (১৭)। তাঁরা চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা। নিহত সাজ্জাদও একই থানার খলিফাপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে। সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। জাহিদুল কবির বলেন, গতকাল শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে পূর্ব পরিচিত কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় সাজ্জাদ নামের এক কিশোরের। পরে সন্ধ্যায় খাজা রোডে বন্ধুদের সঙ্গে চা পানের সময় ওয়াসিম, ফারুকসহ সাত-আটজন মিলে সাজ্জাদের বুকে ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে সে মারা যায়। 

এ ঘটনায় সাজ্জাদের বাবা আবু সিদ্দিক বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেছেন। 

ওসি বলেন, এই ঘটনায় মামলার পর সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি ফারুক ও তিন নম্বর আসামিকে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের