হোম > সারা দেশ > চট্টগ্রাম

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় পলাতক বাবা-ছেলে চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হবিগঞ্জের লাখাইয়ে কৃষক বধুলাল দাশকে (৪২) কুপিয়ে হত্যা মামলায় পলাতক বাবা ও ছেলেকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকালে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার। 

গ্রেপ্তার দুজন হলেন বাবুল মিয়া (৩৫) ও তাঁর ছেলে করিম মিয়া (২২)। হবিগঞ্জ জেলার লাখাই থানার চরগাঁও এলাকার বাসিন্দা তাঁরা। নিহত বধুলাল দাস একই এলাকার বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, অভিযুক্ত বাবুল এবং তাঁর সহযোগীরা বধুলালের প্রতিবেশী। দীর্ঘদিন যাবৎ তাঁদের মধ্যে জমি চাষাবাদ নিয়ে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে উভয়ের মধ্যে মীমাংসা হয়। ১১ জানুয়ারি রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন বধুলাল। পথে লাখাই থানার কাঁঠালকান্দি এলাকায় পৌঁছালে তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 
 
এ ঘটনায় বধুলালের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মামলার প্রধান আসামি বাবুল মিয়া চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় অবস্থান করছেন। গত শুক্রবার র‍্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী থানাধীন মদুনাঘাট এলাকা থেকে ছেলে করিম মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা