হোম > সারা দেশ > কক্সবাজার

বিজিবির অভিযানে সংঘর্ষ: মামলায় গুলিতে নিহত ব্যক্তিসহ আসামি ২৫০

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে গরু চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির নামসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের হয়েছে। আজ সোমবার সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্য হাবিলদার মো. মোহাইমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন।

মামলা দুটি নথিভুক্ত করা হয়েছে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন। তিনি বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়া ও হতাহতের ঘটনায় একটি এবং চোরাচালান আইনে আরেকটি মামলা নথিভুক্ত হয়েছে। মামলায় সংঘর্ষে নিহত আব্দুর জব্বারের নামসহ ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

জানা গেছে, গত শনিবার রাতে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা গরুর একটি চালান জব্দ করে বিজিবি। এ সময় পাচারকারীরা জব্দ করা গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। তখন আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হন।

নিহত আব্দুর জব্বার (৪০) কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাউয়ারখোপ এলাকার মৃত জাকের আহমদের ছেলে। তিনি স্থানীয় একটি নির্মাণ সামগ্রীর দোকানের কর্মচারী ছিলেন।

বিজিবির দাবি, সংঘর্ষে চোরাকারবারি দলের ২০০ থেকে ৩০০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এই ঘটনায় বিজিবির চার সদস্য আহত হন। নিহত আব্দুর জব্বার গরু চোরাকারবারি দলের সদস্য। ঘটনাস্থল থেকে সংঘর্ষে ব্যবহৃত কিছু আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে