চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাঠনীকোটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত তরুণ উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামের মো. এয়াকুবের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় ওই এলাকায় ডাম্পট্রাক থেকে বালু আনলোড করার সময় গাড়ির বডি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় গাড়িতে থাকা চালক দেলোয়ার বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়ির আরও দুই সহকারী আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।