হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসেন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাঠনীকোটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত তরুণ উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামের মো. এয়াকুবের ছেলে। 

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় ওই এলাকায় ডাম্পট্রাক থেকে বালু আনলোড করার সময় গাড়ির বডি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় গাড়িতে থাকা চালক দেলোয়ার বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়ির আরও দুই সহকারী আহত হয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন