হোম > সারা দেশ > চট্টগ্রাম

খানসামায় কনের সঙ্গে দেখা করতে গিয়ে ‘স্ট্রোক করে’ যুবকের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

রিজু ইসলাম মক্কা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামায় বিয়ের তিন দিন আগে রিজু ইসলাম মক্কা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বিয়ের আগে কনের সঙ্গে দেখা করতে গিয়ে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।

মৃত রিজু ইসলাম মক্কা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছিলেন কাঁচামাল ব্যবসায়ী।

রিজুর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় বাবার পছন্দ অনুযায়ী বিয়ে ঠিক হয় রিজুর। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ছিল তাঁর। এ জন্য আত্মীয়স্বজন ও বন্ধুদের দাওয়াত দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে মেয়ে তাঁর মামার বাসা বীরগঞ্জ ওস্তাপাড়া এলাকায় আছে এমন খবরে তাঁর সঙ্গে দেখা করতে যান রিজু ইসলাম। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিজুর বড় ভাই সাজু বলেন, পরিবারের পছন্দে রিজু বিয়েতে রাজি হয়েছিলেন। এ সময়ে তাঁর মৃত্যুতে সবাই বাকরুদ্ধ।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ মাহমুদ বলেন, গতকাল বিকেলে রিজু ইসলাম নামের এক যুবককে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের দুই দিন আগে রিজু নামের এক যুবকের স্ট্রোক করে মৃত্যুর বিষয়টি জেনেছি। এমন মৃত্যু খুবই দুঃখজনক।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’