হোম > সারা দেশ > চট্টগ্রাম

খানসামায় কনের সঙ্গে দেখা করতে গিয়ে ‘স্ট্রোক করে’ যুবকের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

রিজু ইসলাম মক্কা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামায় বিয়ের তিন দিন আগে রিজু ইসলাম মক্কা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বিয়ের আগে কনের সঙ্গে দেখা করতে গিয়ে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়।

মৃত রিজু ইসলাম মক্কা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছিলেন কাঁচামাল ব্যবসায়ী।

রিজুর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় বাবার পছন্দ অনুযায়ী বিয়ে ঠিক হয় রিজুর। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ছিল তাঁর। এ জন্য আত্মীয়স্বজন ও বন্ধুদের দাওয়াত দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে মেয়ে তাঁর মামার বাসা বীরগঞ্জ ওস্তাপাড়া এলাকায় আছে এমন খবরে তাঁর সঙ্গে দেখা করতে যান রিজু ইসলাম। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিজুর বড় ভাই সাজু বলেন, পরিবারের পছন্দে রিজু বিয়েতে রাজি হয়েছিলেন। এ সময়ে তাঁর মৃত্যুতে সবাই বাকরুদ্ধ।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ মাহমুদ বলেন, গতকাল বিকেলে রিজু ইসলাম নামের এক যুবককে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের দুই দিন আগে রিজু নামের এক যুবকের স্ট্রোক করে মৃত্যুর বিষয়টি জেনেছি। এমন মৃত্যু খুবই দুঃখজনক।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের