হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় টহল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় টহল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার বরইতলী ইউনিয়নের হারবাং ছড়ার বেইলি সেতু এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরি এলজি বন্দুক, দুটি কার্তুজ, একটি নম্বরবিহীন মোটরসাইকেল, একটি লোহার শাবল, তিনটি মোবাইল ফোন ও মুখোশ উদ্ধার করেছে। পুলিশ দাবি, নিহত ব্যক্তি একটি মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। 

নিহত ব্যক্তির নাম সাজেদুল ইসলাম ওরফে মুন্না (২৮)। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা গ্রামের বাসিন্দা।

বন্দুকযুদ্ধে নিহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, ‘ডাকাতদলের ছয়জন মোটরসাইকেল আরোহী ছিল। পুলিশ অটোরিকশা নিয়ে টহল দিচ্ছিল। এ সময় পুলিশকে গতিরোধ করলে ডাকাত দলের সঙ্গে ১০-১২ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে একজন নিহত হন। নিহত ব্যক্তি একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও একটি ধর্ষণ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

চকরিয়া থানা-পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ২টার দিকে বানিয়াছড়া-পহরচাঁদা ডান্ডিবাজার সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একদল পুলিশ টহল দিচ্ছিল। এ সময় পুলিশের অটোরিকশাটি বরইতলী হারবাং ছড়া বেইলি সেতুর অদূরে দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন লোক দাঁড়িয়ে ছিল। অটোরিকশাটি ব্রিজ পার হলে পুলিশকে গতিরোধ করে। 

পুলিশ অটোরিকশা থেকে নামলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে অজ্ঞাত ছয় ব্যক্তি। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থল গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানায় পুলিশ।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের