হোম > সারা দেশ > কক্সবাজার

বাগান পরিচর্যা করছিলেন স্কুলশিক্ষিকা, বেড়া ভেঙে পিষে দিল পিকআপ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করছিলেন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইমারী রাখাইন (৪৯)। এ সময় একটি পিকআপ ভ্যান বাগানের বেড়া ভেঙে ভেতরে ঢুকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

আজ শনিবার সকালে উপজেলার রামু-মরিচ্যা সড়কের অফিসেরচর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত স্কুলশিক্ষক ইমারী রাখাইন ওই এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী। ইমারী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। 

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘সকালে রামু-মরিচ্যা সড়ক লাগোয়া বাড়ির ফুলের বাগানের পরিচর্যা করছিলেন স্কুল শিক্ষিকা। এ সময় রামু উপজেলা সদরমুখী দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বসতভিটার ঘেরা-বেড়া ভেঙে তাঁকে চাপা দেয়। এতে ইমারী রাখাইন ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।’ 

ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত