হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে পরকীয়ায় ঘর ছাড়ল মা, দুধের জন্য কাঁদছে শিশু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

দুধের শিশু মো. এলহাম। এখনো দুই বছর হয়নি। সাত দিন ধরে মা শব্দটি উচ্চারণ করে কাঁদছে আর মাকে খুঁজছে। সকালে ঘুম থেকে উঠে ঘরের এক কক্ষ থেকে আরেক কক্ষে খুঁজে বেড়ালেও মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করে শিশুটি। গত ২৬ অক্টোবর অবুঝ এই শিশুকে রেখে পালিয়েছেন লাকি আক্তার (২০) নামে এক মা। লাকি রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের দিনমজুর মো. শাকিলের স্ত্রী। 

শাকিল জানান, ৬ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেন লাকি-শাকিল দম্পতি। কয়েক বছর ধরে তাঁর স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। প্রায় সময় মুঠোফোনে কথা বলত। শাকিল প্রতিবাদ করলে তাঁকে মেরে ফেলাসহ বিভিন্ন হুমকি দিত। এভাবে চলতে থাকে তাঁদের সংসার। সর্বশেষ ২৬ অক্টোবর দুপুরে দুই বছরের কম বয়সী শিশুটিকে রেখে চার বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে ঘর ছাড়েন তিনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে রোববার বিকেলে শাকিল বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ দেন। 

শাকিল বলেন, ‘আমার মা আমার এই অবুঝ শিশুটিকে সামলাতে পারছে না। খুব কান্নাকাটি করছে, কী করব বুঝতে পারছি না।’ 

রাউজান থানার ডিউটি অফিসার উপসহকারী পুলিশ পরিদর্শক মো. হানিফ বলেন, ‘শাকিল নামে এক যুবক এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। শিশুটিকে তার মাকে ফিরে দেওয়ার চেষ্টা চলছে।’ 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির