হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্তোষ কুমার শীল (৬৫) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ক্ষেত্রবাজারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত সন্তোষ কুমার শীল ওই এলাকার ক্ষেত্র মহাজন বাড়ির খগেন্দ্র লাল শীলের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে সন্তোষ কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাজারের পাশেই তাঁর বাড়ি। রাত ১১টার দিকে মোবাইল ফোনে স্ত্রীকে বাড়ি ফেরার কথাও বলেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শেষে ১২টার দিকে বাড়ি ফেরার পথে বিলের ধারে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘সবাই ভেবেছিল হৃৎক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। কিন্তু পরে দেখা গেল, তাঁর পিঠের ওপরে ঘাড়ের কাছে গভীর ছুরিকাঘাতের চিহ্ন। তাঁকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ