হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্তোষ কুমার শীল (৬৫) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ক্ষেত্রবাজারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত সন্তোষ কুমার শীল ওই এলাকার ক্ষেত্র মহাজন বাড়ির খগেন্দ্র লাল শীলের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে সন্তোষ কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাজারের পাশেই তাঁর বাড়ি। রাত ১১টার দিকে মোবাইল ফোনে স্ত্রীকে বাড়ি ফেরার কথাও বলেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শেষে ১২টার দিকে বাড়ি ফেরার পথে বিলের ধারে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘সবাই ভেবেছিল হৃৎক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। কিন্তু পরে দেখা গেল, তাঁর পিঠের ওপরে ঘাড়ের কাছে গভীর ছুরিকাঘাতের চিহ্ন। তাঁকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়