হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্তোষ কুমার শীল (৬৫) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ক্ষেত্রবাজারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত সন্তোষ কুমার শীল ওই এলাকার ক্ষেত্র মহাজন বাড়ির খগেন্দ্র লাল শীলের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার রাতে সন্তোষ কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাজারের পাশেই তাঁর বাড়ি। রাত ১১টার দিকে মোবাইল ফোনে স্ত্রীকে বাড়ি ফেরার কথাও বলেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শেষে ১২টার দিকে বাড়ি ফেরার পথে বিলের ধারে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘সবাই ভেবেছিল হৃৎক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। কিন্তু পরে দেখা গেল, তাঁর পিঠের ওপরে ঘাড়ের কাছে গভীর ছুরিকাঘাতের চিহ্ন। তাঁকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী