হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কারাবন্দী সাবেক চেয়ারম্যান আরও ৩ মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় কারাবন্দী সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনকে আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার এ আদেশ দেন।

জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

পিপি শেখ ইফতেখার বলেন, গত বছরের ৭ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মোট দশটি মামলা হয়। সব কটিতেই সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে আসামি করা হয়। এসব মামলায় তাঁর বিরুদ্ধে রয়েছে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা।’

তিনি আরও বলেন, ‘গত রোববার সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

আদালত সূত্রে জানা গেছে, গত বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একটি কেন্দ্রের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪