হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবির থেকে সালমান শাহ গ্রুপের প্রধানসহ তিন ডাকাত গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে সালমান শাহ গ্রুপের প্রধানসহ তিন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন ইউপি দক্ষিণ লেদা এলাকার সোনা মিয়ার ছেলে শহিদুল ইসলাম প্রকাশ সালমান শাহ (২০), শিবিরের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ শফি (১৯) ও করিমুল্লাহর ছেলে কাছিম প্রকাশ ফড়িঙ্গা (২০)। 

গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদে জানা গিয়েছিল, নয়াপাড়া নিবন্ধিত শিবিরে এফ/৬-ব্লকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে এপিবিএন পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ধর্ষ ডাকাত সালমান শাহ গ্রুপের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজতে থাকা দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

এসপি তারিক জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম (সালমান শাহ) দুর্ধর্ষ ডাকাত গ্রুপের প্রধান ও অস্ত্রধারী সন্ত্রাসী। সালমান শাহ টেকনাফ মডেল থানায় অপহরণ, দস্যুতা, অস্ত্র, মাদক, ডাকাতিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত মো. শফি ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। টেকনাফ মডেল থানার অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত কাছিম অস্ত্রধারী সন্ত্রাসী এবং বিভিন্ন ডাকাত দলের সহযোগী হিসেবে কাজ করে বলেও জানান তিনি। 

ডাকাতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা হয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু