হোম > সারা দেশ > ফেনী

সংবাদ প্রকাশের পর ফেনীতে রেলের তেলসহ আটক ৩  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফেনীর শর্শদী স্টেশনে ট্রেন থামিয়ে তেল চুরির ঘটনায় সংবাদ প্রকাশের পর রেলের ১ হাজার ৫০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার ভোরে শহরতলীর ফতেহপুর ওভারপাসের নিচ থেকে তেলসহ তাঁদের আটক করা হয়। 

সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। 

এ ঘটনায় আটককৃতরা হলেন ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানের বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ, উত্তর শর্শদী গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মো. আবু তাহের এবং সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের দুলালের ছেলে আব্দুর রহিম। 

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শর্শদী ইউনিয়নের ফতেহপুর রেললাইন ওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপে ৯টি ড্রামভর্তি ১ হাজার ৫০০ লিটার চোরাই ডিজেল তেল পাওয়া যায়। রেলওয়ের মালবাহী রেলের ড্রাইভারের সঙ্গে আঁতাত করে বিভিন্ন সময়ে এসব চোরাই ডিজেল তেল সংগ্রহ করতেন তাঁরা। পরে বিভিন্ন জায়গায় উচ্চ দামে বিক্রি করতেন। 

এর আগে ৩১ মে আজকের পত্রিকায় ‘মাসে ৭৬ লাখ টাকার তেল চুরি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, অনুমোদিত কিছু স্টেশন ছাড়া অন্য কোথাও থামার নিয়ম না থাকলেও ফেনীর শর্শদী স্টেশনে ১০-১৫ মিনিট থামছে পণ্যবাহী ট্রেন। এসব ট্রেন থেকে প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রতিদিন ৩ হাজার ২০০ লিটার তেল সরাচ্ছে, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা। মাসিক হিসাবে যার দাম দাঁড়ায় প্রায় ৭৬ লাখ টাকা। 

সূত্র জানিয়েছে, চট্টগ্রামের গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে দেশের বিভিন্ন গন্তব্যে আটটি মালবাহী ট্রেন ছেড়ে যায়। যাওয়ার আগে প্রতিটি ট্রেনে তেল ভর্তি করা হয়। ট্রেনের গার্ড, চালক ও সিজিপিওয়াইয়ের কিছু কর্মকর্তার যোগসাজশে অনেক ট্রেনে বাড়তি তেল ভরা হয়। তারপর শর্শদী স্টেশনের আউটার সিগন্যালের মূল পয়েন্টে থামার পরপরই ট্রেনের ইঞ্জিনে পাইপ লাগিয়ে ড্রামে করে তেল চুরি করে সিন্ডিকেটটি। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির