হোম > সারা দেশ > খাগড়াছড়ি

গরুর ঘাস খাওয়া নিয়ে সালিসের মধ্যেই সংঘর্ষ, প্রাণ গেল সাক্ষীর

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 

মো. আবুল কালাম। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে সালিসের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. আবুল কালাম (৫০)। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তৈছালা গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে বিবাদ মীমাংসায় সালিসের মধ্যে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে আবুল কালাম আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি তৈছালা গ্রামের আসলাম মিয়ার ছেলে। আবুল কালাম সালিসে সাক্ষ্য দিতে এসেছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, তৈছালার বাসিন্দা সাদ্দামের একটি গরু প্রতিবেশী মর্তুজা আলীর জমিতে ঢুকে ঘাস খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য সালিস ডাকা হয়। গতকাল বিকেলে সালিস চলাকালে দুই পক্ষের মধ্যে ফের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে গুরুতর আহত হন আবুল কালামসহ ৯ জন। তাঁদের প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।

গরুর মালিক সাদ্দামের ভাই শাহিন আলম অভিযোগ করে বলেন, ‘ঘটনাটি তুচ্ছ ছিল। সালিসে সমঝোতার মাধ্যমেই সমাপ্তি ঘটেছিল। কিন্তু পূর্বপরিকল্পিতভাবে রহিম উল্লাহর ইন্ধনে আরিফ, আবছার, মৌমিন, দেলোয়ার, দাউদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে আমাদের লোকজন গুরুতর আহত হন। আর সালিস দেখতে আসা আবুল কালাম নিহত হন।’

ঘটনার বিষয়ে জানতে কয়েকজন অভিযুক্ত ব্যক্তির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবুল কালামের লাশ চট্টগ্রাম থেকে থানা এনে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত