হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় লেগুনার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। 

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের উপজেলার বরইতলি ইউনিয়নের বুড়ির দোকানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন মোহাম্মদ তায়েব (২৮)। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া পেন্ডাইরপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। 

আহতরা হলেন—মোহাম্মদ শাওন (২৪) ও মোহাম্মদ রাকিব (২৩)। শাওন পদুয়া ইউনিয়ন ও রাকিব বরইতলি ইউনিয়নের বাসিন্দা। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পেকুয়া উপজেলার মগনামা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা চকরিয়া নতুন রাস্তার মাথায় যাচ্ছিল। লেগুনাটি বরইতলির বুড়ির দোকানের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক তায়েব ঘটনাস্থলে মারা যান। 

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর