হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পার্বত্য চুক্তির ধারা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চুক্তিতে বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, ‘প্রায় দুই দশকেরও বেশি সময় পার্বত্য চট্টগ্রামে তৎকালীন শান্তিবাহিনী রক্তের হোলি খেলায় মেতে ছিল। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি হলে অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার অবসান ঘটে।’ 

তিনি আরও বলেন, ‘পার্বত্য চুক্তির ২৫ বছর কেটে গেছে। এর পরও চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়ন করছে সরকার। ইতিমধ্যে ৮০ শতাংশ ধারা বাস্তবায়িত হয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের আগেই বলা হয়েছে চুক্তি হচ্ছে পাহাড়ে শান্তি স্থাপনের একটি আকাঙ্ক্ষা। কিন্তু সেই চুক্তিতেই এমন কিছু ধারা সংযোজিত হয়েছে, যা বাংলাদেশের সংবিধান ও প্রচলিত বহু আইনের সঙ্গে সাংঘর্ষিক।’ 

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু তাহের, যুগ্ম-সম্পাদক সোলায়মান হোসেন, সহসাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, জেলা সভাপতি মো. আব্দুল মজিদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল