হোম > সারা দেশ > কুমিল্লা

এ দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, আ.লীগ নেতার অডিও ভাইরাল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

বিএনপি নেতার সঙ্গে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতার কথোপকথনের রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে নিজ দলের বিরুদ্ধেই আওয়ামী লীগ নেতাকে বিষোদ্‌গার করতে শোনা যাচ্ছে। সেই সঙ্গে বিএনপিকে শক্ত বিরোধী দল হিসেবে সক্রিয় হওয়ারও তাগিদ দেন তিনি।

কথোপকথনটি দেবিদ্বার উপজেলা পরিষদের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বলে জানা গেছে।

গতকাল সোমবার রাতে ফেসবুকে ফাঁস হওয়া ওই কথোপকথনের রেকর্ডে রোশন আলী মাস্টারকে বলতে শোনা যায়, ‘যারা নৌকা করে, সব রাজাকারের বাচ্চা। কী করবেন, যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে। আপনারা বিরোধী দল (বিএনপি) শক্ত না, মামলা-হামলার ভয়ে আপনারা মাঠে নামেন না, একচেটিয়া কি একটা দেশ চলে? বিরোধী দল সব সময় স্ট্রং থাকতে হয়, আপনারা (বিএনপি) যদি সুযোগ দেন, তাহলে তো অপকর্ম হবেই। যা ইচ্ছা তাই হবে, দেশের এই অধঃপতনের জন্য দায়ী হলো আপনাদের বিরোধী দল।’

দেবীদ্বারে বিএনপিকে সক্রিয় হয়ে উঠতে প্রেরণা দিতে তিনি বলেন, ‘আপনারা দেবীদ্বারে কই? কোনো বিএনপি নেতা মাঠে বের হতে পেরেছে? মাঠে নেমে মিছিল-মিটিং করেন, আমি আপনাদের সুযোগ করে দেই অসুবিধা কী? আমি মঞ্জু (বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি) ভাইকে বলেছি—দেশে যান, আন্দোলন করেন, তাহলে বুঝব আপনারা রাজনীতি করেন। আপনারা তো সময় হলে একটু ই করেন, এগুলো করলে হবে না, রাজনীতি করতে হলে নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব দিতে হলে আন্দোলন-সংগ্রাম করতে হবে।’ 

গতকাল সোমবার মধ্যরাতে দুই দলের দুই নেতার চাঞ্চল্যকর এই কথোপকথনের অডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে কুমিল্লা উত্তর জেলাসহ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলের এত বড় পদে থেকে একজন বিএনপি নেতার সঙ্গে কীভাবে দলের বিরুদ্ধে বিষোদ্‌গার করেন—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। দলের নেতাকর্মীরা অবিলম্বে রোশন আলী মাস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

অডিও ফাঁসের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘আমার খণ্ডিত বক্তব্য ভাইরাল করা হয়েছে, পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশিত হলে বাস্তব চিত্রটা উঠে আসত।’ দেবীদ্বারে বিগত উপজেলা নির্বাচনে যারা মুজিবকোট পরে ধানের শীষে ভোট কেটেছে, তিনি মূলত তাঁদের বিরুদ্ধে কথা বলেছেন বলেও দাবি করেন। 

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন বলেন, ‘রোশন আলী মাস্টারের ভাইরাল হওয়া অডিও শুনে আমি নিজেই হতবাক; ওনার মতো একজন দায়িত্বশীল নেতার মুখে এমন আপত্তিকর কথা শুনে খুব কষ্ট পেয়েছি। একজন সিনিয়র নেতার পক্ষে এ ধরনের কথাবার্তা বলা মোটেও সমীচীন নয়।’

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়