হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

দুই সহস্রাধিক এইচএসসি ও আলিম পরীক্ষার্থীকে দেওয়া হলো ফাইজার টিকা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম। টিকা কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার সকাল ৯টা থেকে পৌর শহরের দুটি কেন্দ্রে এইচএসসি ও আলিমের ২ হাজার ১৭১ জন পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। 

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রামগঞ্জ বাইপাস সড়কে ফেমাস হসপিটালে আজ সকাল ৯টা থেকে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ, জিয়াউল হক জিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, পানপাড়া উচ্চবিদ্যালয় ও কলেজ, রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসা, দল্টা কলেজ, জয়পুরা এসআরএমএস কলেজ, হরিশ্চর ফাজিল মাদ্রাসা ও নাগমুদ বাজার কেআই ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।

এ ছাড়া রামগঞ্জ বাইপাস সড়কের মেডিকা বিশেষায়িত হসপিটালে ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমি, কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসা, ফতেহপুর জে. ইউ ফাজিল মাদ্রাসা, চৌমুহনী ফয়েজে আম আলিম মাদ্রাসা, রামগঞ্জ সরকারি কলেজ, কেথুড়ি বি. এফ ফাজিল মাদ্রাসা, নিচহরা আলিম মাদ্রাসা, নোয়াগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসা, হজরত শাহ মিরান আলিম মাদ্রাসা, নুনিয়াপাড়া আলিম মাদ্রাসা, বিঘা আহম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও কাশিমনগর নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, 'টিকা প্রদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে টিকা গ্রহণ করতে এসেছে। সরকারিভাবে এ টিকা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের প্রদান করা হচ্ছে।'

টিকা প্রদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের রসিদ প্রমুখ। 

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে