হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুদকের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাগারে গেলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন (৩৬)।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা গেছে, ওই ইউপি চেয়ারম্যান নোটিশ পাওয়ার পরও নির্ধারিত সময়ে নিজের সম্পদ বিবরণী জমা দেননি। এ কারণে দুদক মামলা করে। ওই মামলায় তিনি আদালতে হাজির হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন মামলাটি করেছিলেন।

আমজাদ হোসেন খোকন কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী শামলাপুর পুরানপাড়ার বাসিন্দা। 

২০২০ সালের ২০ সেপ্টেম্বর আমজাদ হোসেন খোকন ও তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেয় দুদক। ২২ সেপ্টেম্বর দুদকের নোটিশ গ্রহণ করেন তিনি। নোটিশ গ্রহণ করেও ২১ দিনের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির