হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুদকের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাগারে গেলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন (৩৬)।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা গেছে, ওই ইউপি চেয়ারম্যান নোটিশ পাওয়ার পরও নির্ধারিত সময়ে নিজের সম্পদ বিবরণী জমা দেননি। এ কারণে দুদক মামলা করে। ওই মামলায় তিনি আদালতে হাজির হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন মামলাটি করেছিলেন।

আমজাদ হোসেন খোকন কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী শামলাপুর পুরানপাড়ার বাসিন্দা। 

২০২০ সালের ২০ সেপ্টেম্বর আমজাদ হোসেন খোকন ও তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেয় দুদক। ২২ সেপ্টেম্বর দুদকের নোটিশ গ্রহণ করেন তিনি। নোটিশ গ্রহণ করেও ২১ দিনের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম