হোম > সারা দেশ > কুমিল্লা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ প্রবাসী নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের আল কাসিম শহরে যাওয়ার পথে তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারান তাঁরা। নিহতেরা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহতদের মধ্যে দুজন সহোদর ভাই।

এ তথ্য নিশ্চিত করছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম। তিনি বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা আমরা করব।’

নিহতেরা হলেন মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

এ বিষয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ আজকের পত্রিকাকে বলেন, ‘ফারুক তিন বছর আগে সৌদি আরবে যায়। মাস তিনেক আগে তাঁর ছোট ভাই পারভেজকেও নিয়ে যায়। আর বছর তিনেক আগে সাদ্দামও সৌদিতে পাড়ি দিয়েছিল। গতকাল বৃহস্পতিবার তারা তিনজন একসঙ্গে সৌদির আল কাসিম শহরের উদ্দেশে প্রাইভেট কার নিয়ে বের হয়। সেখানে পৌঁছার আগে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।’

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে।’ 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি