হোম > সারা দেশ > কুমিল্লা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ প্রবাসী নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের আল কাসিম শহরে যাওয়ার পথে তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারান তাঁরা। নিহতেরা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহতদের মধ্যে দুজন সহোদর ভাই।

এ তথ্য নিশ্চিত করছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম। তিনি বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা আমরা করব।’

নিহতেরা হলেন মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক (২৫) ও মো. পারভেজ (২০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

এ বিষয়ে ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ আজকের পত্রিকাকে বলেন, ‘ফারুক তিন বছর আগে সৌদি আরবে যায়। মাস তিনেক আগে তাঁর ছোট ভাই পারভেজকেও নিয়ে যায়। আর বছর তিনেক আগে সাদ্দামও সৌদিতে পাড়ি দিয়েছিল। গতকাল বৃহস্পতিবার তারা তিনজন একসঙ্গে সৌদির আল কাসিম শহরের উদ্দেশে প্রাইভেট কার নিয়ে বের হয়। সেখানে পৌঁছার আগে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।’

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে আমাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে।’ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ