ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি (৪২) নামে রেলওয়ের এক নিরাপত্তা প্রহরির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে রেলওয়ে পশ্চিম কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।’ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
রবিউল ইসলাম রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (কার্য্য) নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল উপজেলার লোহাগড়া উপজেলায়।
উপ-সহকারী প্রকৌশলী (কার্য্য) মিঠুন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত রবিউল আমার অফিসে নিরাপত্তা চৌকিদার ছিল। রাতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।’ তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি তিনি।