হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

অসুস্থ বাবাকে চট্টগ্রাম মেডিকেলে (চমেক) ভর্তি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে মো. ইসহাক (৩৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বইজ্জালীগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. ইসহাক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য বেতাগী গ্রামের মতিউর রহমানের ছেলে। তাঁর দুই মেয়ে রয়েছে। 

জানা গেছে, গত মঙ্গলবার মতিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চমেকে নিতে বললে আর্থিক সমস্যা থাকায় ওই সময় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। গতকাল বুধবার টাকা জোগাড় করে বাবাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন ইসহাক। ছোট ভাইকে বাবার সঙ্গে হাসপাতালে রেখে রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কাপ্তাই সড়কের বইজ্জালী গেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উলটে যায়। এ সময় তিনি গুরুতর আহত হলে প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চমেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেতাগী ইউপি সদস্য মো. সাঈদ বলেন, বাবাকে হাসপাতালে ভর্তির পর ফেসবুকে ছবি দিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন ইসহাক। সেখানে সবাই মন্তব্য করে এখনো তাঁর বাবার জন্য দোয়া জানাচ্ছেন। ফেসবুকে সেই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ইসহাক মারা গেছেন। 

বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসুস্থ বাবাকে চট্টগ্রাম মেডিকেলে (চমেক) ভর্তি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসহাক মারা গেছেন। তাঁর এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত