হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

অসুস্থ বাবাকে চট্টগ্রাম মেডিকেলে (চমেক) ভর্তি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে মো. ইসহাক (৩৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বইজ্জালীগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. ইসহাক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য বেতাগী গ্রামের মতিউর রহমানের ছেলে। তাঁর দুই মেয়ে রয়েছে। 

জানা গেছে, গত মঙ্গলবার মতিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চমেকে নিতে বললে আর্থিক সমস্যা থাকায় ওই সময় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। গতকাল বুধবার টাকা জোগাড় করে বাবাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন ইসহাক। ছোট ভাইকে বাবার সঙ্গে হাসপাতালে রেখে রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কাপ্তাই সড়কের বইজ্জালী গেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উলটে যায়। এ সময় তিনি গুরুতর আহত হলে প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চমেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেতাগী ইউপি সদস্য মো. সাঈদ বলেন, বাবাকে হাসপাতালে ভর্তির পর ফেসবুকে ছবি দিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন ইসহাক। সেখানে সবাই মন্তব্য করে এখনো তাঁর বাবার জন্য দোয়া জানাচ্ছেন। ফেসবুকে সেই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ইসহাক মারা গেছেন। 

বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসুস্থ বাবাকে চট্টগ্রাম মেডিকেলে (চমেক) ভর্তি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসহাক মারা গেছেন। তাঁর এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ