হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

অসুস্থ বাবাকে চট্টগ্রাম মেডিকেলে (চমেক) ভর্তি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে মো. ইসহাক (৩৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বইজ্জালীগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. ইসহাক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য বেতাগী গ্রামের মতিউর রহমানের ছেলে। তাঁর দুই মেয়ে রয়েছে। 

জানা গেছে, গত মঙ্গলবার মতিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চমেকে নিতে বললে আর্থিক সমস্যা থাকায় ওই সময় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। গতকাল বুধবার টাকা জোগাড় করে বাবাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন ইসহাক। ছোট ভাইকে বাবার সঙ্গে হাসপাতালে রেখে রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কাপ্তাই সড়কের বইজ্জালী গেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উলটে যায়। এ সময় তিনি গুরুতর আহত হলে প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চমেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেতাগী ইউপি সদস্য মো. সাঈদ বলেন, বাবাকে হাসপাতালে ভর্তির পর ফেসবুকে ছবি দিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন ইসহাক। সেখানে সবাই মন্তব্য করে এখনো তাঁর বাবার জন্য দোয়া জানাচ্ছেন। ফেসবুকে সেই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ইসহাক মারা গেছেন। 

বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসুস্থ বাবাকে চট্টগ্রাম মেডিকেলে (চমেক) ভর্তি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসহাক মারা গেছেন। তাঁর এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৩৫টি সোনার বার ছিনতাই

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ