হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারী বর্ষণে চবির ৬ পাহাড়ে ধস, আহত ১

চবি প্রতিনিধি

কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ছয় জায়গায় পাহাড় ধসে পড়েছে। এতে একজন আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। অন্যদিকে জলাবদ্ধতায় রেললাইন ডুবে যাওয়ায় শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

আজ সোমবার ভোরে ক্যাম্পাসের কাটা পাহাড়, গোলপুকুর, শাহী কলোনি, পরিবহন দপ্তর ও সমাজবিজ্ঞান অনুষদসংলগ্ন পাহাড় ধসের এসব ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কাটা পাহাড় সড়কে দুই জায়গায় পাহাড় ধসে মাটি রাস্তায় এসেছে। ফলে কাটা পাহাড় রাস্তাটি বন্ধ আছে। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান অনুষদসংলগ্ন রাস্তায় গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। সমাজবিজ্ঞান অনুষদের পাশের রাস্তায়ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরসংলগ্ন একটি পাহাড় ধসে পড়েছে। 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের গোলপুকুর পাড়ে পাহাড় ধসে অর্ধেক রাস্তা বন্ধ হয়ে গেছে। তিন নম্বর গোডাউনের পেছনে, স্বাধীনতা ভাস্কর্যের সামনেসহ বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। 

এর বাইরেও বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির পুরোনো ক্যানটিনের পাশে একটি বসতঘরে পাহাড় ধসে একজন আহত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে রাতে কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এ কারণে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। বর্তমানে উদ্ধার ও মেরামতের কাজ চলছে। 

শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক আরও বলেন, ‘শাহী কলোনির একটি বাসার ওপর পাহাড় ধসে বড় গাছ পড়ে বাড়িটি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রহমতে মানুষগুলোর কিছু হয়নি। আমরা তাঁদের সেখান থেকে সরে বিশ্ববিদ্যালয় কলেজে আশ্রয় নিতে বলেছি।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘যেখানে যেখানে গাছ পড়েছে ব্লক আছে, সেগুলো সরানোর ব্যবস্থা চলছে। পাহাড় ধসে একজন মাথায় আঘাত পেয়েছেন। সবকিছু স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’ 

এদিকে জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে একটি শাটল ট্রেন ফতেয়াবাদ স্টেশনে আটকা পড়ে। অন্যদিকে আরেকটি ট্রেন নগরীর ষোলশহরে অবস্থান করছে। ফলে বিশ্ববিদ্যালয়গামী কোনো ট্রেন ক্যাম্পাসে এসে পৌঁছাতে পারেনি। 

ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, জলাবদ্ধতার কারণে রেললাইন পানির নিচে ডুবে আছে। এ কারণ শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন থেকে পানি সরে গেলে শাটল ট্রেন চলাচল করবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু