হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে লরিচাপায় পথচারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় মো. মহিউদ্দিন (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লরিচালক মো. ফারুককে (৪৩) আটক করেছে হাইওয়ে পুলিশ। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মো. মহিউদ্দিন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব আদালতপুর এলাকার মৃত রফিক উল্লাহর ছেলে। তিনি পাইপের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। লরিচালক মো. ফারুক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার সর হাজারী এলাকার খোরশেদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, বেপরোয়া গতিতে আসা ঢাকামুখী পণ্যবাহী ওই লরিটি মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মহিউদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনা পরবর্তী সময় লরিচালককে আটক করা থানা হেফাজতে রাখা হয়েছে। লরিটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত পথচারীর মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার