হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে প্রভাবশালী কর্তৃক রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে সাতটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর হানিফ বাড়ির নুরুল ইসলাম সওদাগরের সাত ছেলে ও তাঁদের পরিবারের চলাচলের পথ এটি। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখানকার মানুষেরা একপ্রকার বন্দী জীবনযাপন করছেন।

আজ মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের সদস্য নুরুল হাকিম প্রতিবেশী আব্দুস সবুরকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা-পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মূল সড়ক হতে ঘরে প্রবেশের একমাত্র রাস্তা এটি। গত ২৭ জুন রোববার প্রভাবশালীরা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে ঘর-গৃহস্থালিসহ প্রাত্যহিক কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। এ ছাড়াও নামাজ আদায় করতে মসজিদে যেতে পারছে না তাঁরা।

এ নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা হলে তাঁরা প্রভাবশালী মহলের এই কাজের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

অভিযুক্ত আনোয়ার পাশা বলেন, এটি মূলত আমাদেরই জায়গা। তাঁরা দীর্ঘদিন ধরে এ পথ অন্যায়ভাবে ব্যবহার করে আসছিল। এখন আমাদের জায়গা আয়ত্তে এনেছি। এখানে আমরা কারও চলাচলের পথ বন্ধ করিনি।

সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে পরিষদে একটি অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন বলেন, ‘বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।’

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে