হোম > সারা দেশ > কক্সবাজার

ছাগলে বাদামখেত খাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ছাগলে বাদামখেত খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের সংঘর্ষে কুলছুমা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সারে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কুলছুমা বেগম ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী। 

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি কার্যালয়ের পাশে মো. জকরিয়া ও নূর মোহাম্মদেের বসতভিটা রয়েছে। গতকাল শুক্রবার দিনের বেলায় মো. জকরিয়ার খেতের কিছু বাদামগাছ মোহাম্মদের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে দুই পরিবারের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়।’ 

ইউপি চেয়ারম্যান আজিমুল হক আরও বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে দুই পরিবারের সদস্যরা দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কুলছুমা বেগমসহ অনন্ত ৯ জন আহত হন। আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। চমেকে নেওয়ার পথে কুলছুমা বেগম মারা যান।’ 

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘কী কারণে এই সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির