হোম > সারা দেশ > চট্টগ্রাম

চিরবিদায়ে ভরসা তাঁরা

প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম) 

চট্টগ্রামের রাউজানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের দাফন করছে ‘শেষ বিদায়ের সারথি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা।

সর্বশেষ গতকাল মঙ্গলবার রাউজান পৌরসভার হাজীপাড়া গ্রামের মো. বেলালকে দাফন করেন সংগঠনটির সদস্যেরা। মো. বেলাল গত সোমবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কোথাও কোনো নারী-পুরুষ মারা গেলে তাঁরা সেখানে উপস্থিত হয়ে কাফন, দাফন বা সৎকারের ব্যবস্থা করছেন। এতে হিন্দু ও মুসলিম বা অন্য কোনো ধর্মের লোকের মধ্যে ভাদভেদ করছেন না তাঁরা। ইতিমধ্যে স্বেচ্ছাসেবকদের কাজে পুরো রাউজানে আলোচনা শুরু হয়েছে। প্রশংসা কুড়াচ্ছেন তাঁরা।

জানা যায়, উদ্যোগটি নিয়েছেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে ফারাজ করিম চৌধুরী। আর স্বেচ্ছাসেবকদের দেখভাল ও সার্বিক সহযোগিতা করছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

এ দলটি গত তিনমাস ধরে এ ধরনের কাজ করছে। তাঁরা গতকাল মঙ্গলবার পর্যন্ত ২০ জনের দাফন করেছেন। কয়েকটি দলে ভাগ হয়ে এর সদস্যরা কাজ করেন। তাঁদের দলে রাউজানের হিন্দু ও মুসলিম উভয় ধর্মের তরুণেরা আছেন। করোনায় মুসলিম কেউ মারা গেলে কাফন ও দাফন সম্পন্ন করেন মুসলিম যুবকেরা। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের লোক মারা গেলে হিন্দু যুবকেরা তাঁদের সৎকার ও দাহ সম্পন্ন করেন।

পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, সংগঠনটি অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। করোনায় যেখানে আপন মানুষ দূরে সরে যাচ্ছে সেখানে স্বেচ্ছাসেবক দলের সদস্যেরা লাশ দাফন ও দাহ করছেন। তিনি আরও বলেন, ‘আমরা চাই মানুষের বিপদে পাশে থাকতে।’

এই স্বেচ্ছাসেবক দলের সদস্যেরা আগে ‘আশার আলো’ নামে সংগঠিত ছিলেন। করোনার প্রথম দিক থেকেও তাঁরা করোনা রোগীদের দাফন করেন। পরে ‘শেষ বিদায়ের সারথি’ নাম দিয়ে সংগঠনটি দাফনে আরও সক্রিয় হয়ে ওঠে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের