হোম > সারা দেশ > কক্সবাজার

বৈরী আবহাওয়ায় সাগরে আটকা শতাধিক ট্রলার, কক্সবাজারে ডুবে জেলে নিহত

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে ‘এফবি রশিদা’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারটিতে থাকা ১৯ মাঝি-মাল্লা সাগরতীরে উঠে আসেন। তীরে ফেরা মোহাস্মদ জামাল (৩৭) নামের এক জেলেকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত জেলে জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারটি ভেসে গিয়ে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসে। 

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন। 

এফবি রশিদার জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাদের ট্রলারটি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। 

কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেলের দিকে সাগর থেকে ফেরার পথে ইনানী পয়েন্টে ৫টি ও কক্সবাজার সৈকতের পশ্চিমের পয়েন্টে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সব ট্রলারের মাঝিরা সাঁতার কেটে অন্য ট্রলার কিংবা কূলে উঠে আসতে সক্ষম হয়েছে। 

দেলোয়ার হোসেন জানান, সাগর থেকে এখনো শতাধিক ট্রলার ঘাটে ফিরে আসেনি। এসব ট্রলারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। আবহাওয়া অফিসের সতর্কতা জারির আগে এসব ট্রলার মাছ ধরতে সাগরে যায়। কিন্তু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারির পর তারা ট্রলারগুলোকে ফিরে আসার নির্দেশনা দেন।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই