ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী বলেছেন, পার্বত্যাঞ্চলে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যারা এই শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে চাইবে, তারা কেউ পার পাবে না। চাঁদাবাজিসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ রোববার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয়দের মধ্যে বিভিন্ন সামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় খাগড়াছড়ি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী এ কথা বলেন। রাঙামাটির লংগদু সেনা জোনে খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার এ আয়োজন করে।
এ সময় লংগদু জোনের সৌজন্যে তাদের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় জনসাধারণ পাহাড়ি বাঙালি ১৮ জন অসহায় গরিবের মধ্যে ১২ জনকে ৪৯ হাজার টাকা এবং ছয়জনকে ল্যাপটপ, নলকূপ, ঢেউটিন, সেলাই মেশিন, সিলিং ফ্যান দেওয়া হয়।
উপহারসামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পিএসসি, উপ-অধিনায়ক মেজর রিফাতুজজাকের, আরএমও ক্যাপ্টেন যুবায়েরসহ এলাকার চেয়ারম্যান, হেডম্যান কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা।