হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে চার প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বুধবার দুপুরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চারজন প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন।

চারজন প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু, জাতীয় পার্টির রাকিব হোসেন ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সেলিম মাহমুদ, জাকের পার্টির সামছুল ইসলাম খোকন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ ও নারী ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।

জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবেন। আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে না। তাই জাতীয় পার্টির প্রার্থীকে বেছে নিবে এবং ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা তাঁর।

আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক। যে প্রতীকের মাধ্যমে দেশের আনাচে-কানাচে উন্নয়নের বন্যা বয়ে গেছে। সেটা লক্ষ্মীপুর-৩ আসনেও হয়েছে। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের অসমাপ্ত কাজগুলো শেষ করার আশা করেন তিনি।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

একই সঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩-১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ৫ নভেম্বর।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে