হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে চার প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বুধবার দুপুরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চারজন প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন।

চারজন প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু, জাতীয় পার্টির রাকিব হোসেন ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সেলিম মাহমুদ, জাকের পার্টির সামছুল ইসলাম খোকন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ ও নারী ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।

জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবেন। আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে না। তাই জাতীয় পার্টির প্রার্থীকে বেছে নিবে এবং ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা তাঁর।

আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক। যে প্রতীকের মাধ্যমে দেশের আনাচে-কানাচে উন্নয়নের বন্যা বয়ে গেছে। সেটা লক্ষ্মীপুর-৩ আসনেও হয়েছে। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের অসমাপ্ত কাজগুলো শেষ করার আশা করেন তিনি।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

একই সঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩-১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ৫ নভেম্বর।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ