হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে অনাথালয় থেকে দুই বোন নিখোঁজ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানের একটি অনাথালয় থেকে প্রিয়শ্রী দে (১৪) ও জয়শ্রী দে (১০) নামের আপন দুই বোন একসঙ্গে নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের বিষয়টি পরিবারকে জানায় অনাথালয় কর্তৃপক্ষ। ওই দিন রাতেই নিখোঁজ দুই বোনের বাবা রণজিৎ কুমার দে আশ্রমের সিকিউরিটি আশীষ রঞ্জন ও সৌমিত্র চক্রবর্তীর বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, গত ২৩ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার ভুজপুর হালুয়াছড়ি ইউনিয়নের রণজিৎ কুমার দে তাঁর দুই মেয়ে প্রিয়শ্রী ও জয়শ্রীকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর অনাথাশ্রমে ভর্তি করান। প্রিয়শ্রী উনসত্তরপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং জয়শ্রী জগৎপুর আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিখোঁজদ্বয়ের বাবা রণজিত কুমার দে বলেন, ‘গত বৃহস্পতিবার ওই আশ্রমের সিকিউরিটি সৌমিত্র চক্রবর্তী আমাকে ফোন করে বলেন, আমার দুই মেয়ে আশ্রম থেকে চলে গেছে। সন্ধ্যায় আমি আশ্রমে উপস্থিত হয়ে আমার মেয়েদের সম্পর্কে জানতে চাই। তখন জগৎপুর অনাথ আশ্রমের সিকিউরিটি আশীষ রঞ্জন, সৌমিত্র চক্রবর্তী ও চিত্তরঞ্জন জানান, অজ্ঞাত লোকজনের সঙ্গে তারা চলে গেছে। আমি সিসিটিভির ভিডিও ফুটেজ দেখাতে বললে তা না দেখিয়ে উল্টো আমাকে গালমন্দ করেন।’ 

এ প্রসঙ্গে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) অজয় দেব শীল বলেন, ‘জগৎপুর অনাথ আশ্রম থেকে স্কুলপড়ুয়া দুই বোন নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে উদ্ধারের জন্য পুলিশ মাঠে নেমেছে।’ 

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা