হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশকে সাক্ষ্য দেওয়ায় সাক্ষীকে মারধর, থানায় মামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশকে সাক্ষ্য দেওয়ার জেরে তিনজনকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে ১১ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা করা হয়। এদিন বিকেল ৪টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুলতান সিকদার পাড়ায় এ ঘটনা ঘটেছে। 

আহতেরা হলেন—সুলতান সিকদার পাড়ার আবুল হাশেম (৬৫), আবুল হাশেমের স্ত্রী রুবি আক্তার (৪২), তাঁদের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে রিনা আক্তার (২৫)। আহতেরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে পূর্ব শত্রুতার জেরে আবুল হাশেমের স্ত্রী রুবি আক্তারকে দোকানে যাওয়ার পথে মারধর করেন ৩ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান ও তাঁর সঙ্গীয়রা। এ ঘটনায় আবদুল মান্নানসহ চারজনের নামে বাঁশখালী থানায় অভিযোগ করেন রুবি আক্তার। 

মঙ্গলবার বাঁশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক ফোর্স নিয়ে ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এ সময় পুলিশকে সাক্ষী দিতে যান রুবি আক্তার, আবুল হাশেম ও রিনা আক্তার। সাক্ষী দিয়ে বাড়ি ফেরার পথে আবদুল মান্নান তার লোকজন নিয়ে ৩ সাক্ষীকে মারধর করেন। পরে গতকাল রাতে ভুক্তভোগী আবুল হাশেম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত আবদুল মান্নান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। সাক্ষী দেওয়ার অপরাধে আমি কাউকে মারধর করিনি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ 

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, এ ঘটনায় এজাহার নিয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির