হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশকে সাক্ষ্য দেওয়ায় সাক্ষীকে মারধর, থানায় মামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশকে সাক্ষ্য দেওয়ার জেরে তিনজনকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে ১১ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা করা হয়। এদিন বিকেল ৪টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুলতান সিকদার পাড়ায় এ ঘটনা ঘটেছে। 

আহতেরা হলেন—সুলতান সিকদার পাড়ার আবুল হাশেম (৬৫), আবুল হাশেমের স্ত্রী রুবি আক্তার (৪২), তাঁদের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে রিনা আক্তার (২৫)। আহতেরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে পূর্ব শত্রুতার জেরে আবুল হাশেমের স্ত্রী রুবি আক্তারকে দোকানে যাওয়ার পথে মারধর করেন ৩ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান ও তাঁর সঙ্গীয়রা। এ ঘটনায় আবদুল মান্নানসহ চারজনের নামে বাঁশখালী থানায় অভিযোগ করেন রুবি আক্তার। 

মঙ্গলবার বাঁশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক ফোর্স নিয়ে ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এ সময় পুলিশকে সাক্ষী দিতে যান রুবি আক্তার, আবুল হাশেম ও রিনা আক্তার। সাক্ষী দিয়ে বাড়ি ফেরার পথে আবদুল মান্নান তার লোকজন নিয়ে ৩ সাক্ষীকে মারধর করেন। পরে গতকাল রাতে ভুক্তভোগী আবুল হাশেম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত আবদুল মান্নান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। সাক্ষী দেওয়ার অপরাধে আমি কাউকে মারধর করিনি। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ 

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, এ ঘটনায় এজাহার নিয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত