হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কৃষিজমিতে ঝুলে আছে বিদ্যুতের খুঁটি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কৃষিজমির ওপর কাত হয়ে ঝুলে আছে বিদ্যুতের খুঁটি। সেই খুঁটির নিচ দিয়ে প্রতিদিন চলাচল করছেন কৃষকেরা। জমিতে সেচ, আগাছা পরিষ্কারসহ নানা কাজে কৃষকেরা এই রাস্তা ব্যবহার করেন। কয়েক দিন পরই শুরু হবে ধান কাটা। তখন ওই মাঠে হাজারো কৃষকের আনাগোনা হবে। ফলে প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে। 

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-সরাইলসংলগ্ন বড়াইল এলাকায় খুঁটিটি কৃষিজমির ওপর ১৫-১৬ দিন আগে কাত হয়ে পড়ে। তবে এখনো এটি মেরামত কিংবা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়নি সরাইল পিডিবির লোকজন। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল এলাকায় অরুয়াইল-সরাইল সড়কের পাশের বড় খুঁটিটি কাত হয়ে আছে। ওই খুঁটি থেকে সেচ প্রকল্প, বাংলালিংক, রবি ও টেলিটক নেটওয়ার্ক টাওয়ারের জন্য পূর্ব দিকে একটি বিদ্যুতের লাইন টানা হয়েছে। খুঁটিটি পড়ে গেলে তারগুলো প্রধান সড়কে এসে পড়বে। তখন ঘটবে বড় ধরনের দুর্ঘটনা। 

স্থানীয় লোকজন বলেন, সরাইল-অরুয়াইল সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যান চলাচল করে। খুঁটিটি পড়ে গেলে তারগুলো ছিঁড়ে সড়কে এসে পড়বে। তারগুলো ছিঁড়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

বড়াইল গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, জমিতে কাজ করতে গেলে সব সময় আতঙ্কে থাকি। যেকোনো সময় খুঁটিটি পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। 

সিএনজিচালিত অটোরিকশার চালক আক্তার হোসেন (৩৫) বলেন, ওই সড়ক দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় খুব ভয় লাগে। বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লোকজনও এই সড়ক দিয়ে চলাচল করেন। তার পরও বিষয়টি তাঁরা দেখছেন না। 

এ বিষয়ে সরাইল পিডিবির সহকারী প্রকৌশলী মো. আতিকুল্লাহ বলেন, ‘হেলে পড়া খুঁটিটির বিষয়ে আপনার কাছ থেকে জেনেছি। শিগগির ওই জায়গায় আমাদের লোক পাঠাব।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত