হোম > সারা দেশ > চট্টগ্রাম

২২ মাস কারাভোগের পর মিয়ানমার থেকে ফিরল ২০ কিশোর-যুবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিয়ানমারে কারভোগের পর দেশে ফেরা এক যুবককে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজন। আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে। ছবি: আজকের পত্রিকা

অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারে আটক ২০ কিশোর-যুবক দেশে ফিরেছে। প্রায় ২২ মাস কারাবাসের পর আজ মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এসব কিশোর-যুবক। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, দেশে ফেরা অধিকাংশই কিশোর। হাতে গোনা দু-একজন যুবক। তারা উন্নত জীবন আর জীবিকার সন্ধানে ২০২৩ সালের জুনে নৌযানে সাগরপথে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল। কিন্তু পথেই মিয়ানমারের জলসীমায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ২০ বাংলাদেশি কিশোর-যুবক। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে বাস থেকে একে একে নামে তারা। দীর্ঘদিন পর স্বজনকে পেয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পরিবারের জিম্মায় তাদের হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, অসাধু দালালেরা এসব অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছিল। পথিমধ্যে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা আটক হয়। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর, বাংলাদেশ দূতাবাস তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করে।

অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া অঞ্চলের বাসিন্দা। পরিবারকে না জানিয়ে মালয়েশিয়া পাড়ি দিচ্ছিল। প্রায় এক মাস পর পরিবার জানতে পারে তারা আটক হয়েছে। এক বছর আগে রাষ্ট্রীয়ভাবে তাদের ফিরিয়ে আনতে কাগজপত্র জমা দেয় পরিবার।

ফিরে আসা এক কিশোরের দুলাভাই আবদুল্লাহ বলেন, ‘পরিবারকে না জানিয়েই আমার শ্যালক দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারে আটক হয়। প্রায় এক মাস পর আমরা বিষয়টি জানতে পারি। এখন সে পরিবারের কাছে ফিরে এসেছে।’

অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, ‘তাদের তথ্য যাচাই বাছাই করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। আমরা তাদের পরিবারের উপস্থিতি নিশ্চিত করে তাদের হস্তান্তর করেছি।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত