হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্বশুরবাড়ি এসে শখের বশে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেলেন যুবক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

ছুটিতে শ্বশুরবাড়ি এসে শখের বশে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন হাফেজ মো. শফিউল্লাহ রোমান (৩০)। কিন্তু নদী থেকে আর উঠতে পারেননি। শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, শহরে কর্মরত শফিউল্লাহ গত বৃহস্পতিবার রাতে ছুটিতে গ্রামের বাড়ি আসেন। সেখান থেকে বাগোয়ান ইউনিয়নের সওদাগরপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। শখের বশে মাছ ধরতে জাল নিয়ে কর্ণফুলী নদীতে যান। সেখানেই জাল আটকে নদীতে ডুবে মারা যান তিনি। হাফেজ শফিউল্লাহ চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। 

শফিউল্লাহ বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লাম্বুর হাট এলাকার মো. শফি মেয়ের স্বামী ও রাউজান উপজেলার সদর ইউনিয়নের খলিলাবাদ গ্রামের কলিমউল্লাহর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি কমে যাওয়ায় নদীতে পানি কমে গেছে। পানি কম থাকায় অনেক লোক একসঙ্গে জাল ফেলে মাছ ধরছিল। শফিউল্লাহও শখের বশে জাল নিয়ে নদীতে যান। নদীতে আটকে গেলে জাল ছাড়িয়ে নিতে গভীর পানিতে নামেন তিনি। এ সময় স্রোতের তোড়ে তালিয়ে যান। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ডুবন্ত অবস্থায় তাঁকে পায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই ব্যক্তি মারা গেছেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া।’ 

 ৭ নং রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো বলেন, ‘জানতে পেরেছি শফিউল্লাহ নামের ছেলেটি শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা যায়। তার লাশ বাবার বাড়িতে নিয়ে আসা হয়েছে।’

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে