হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ, ধ্বংসের নির্দেশ আদালতের

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

নিষিদ্ধঘোষিত রাক্ষুসে মাছ ‘পিরানহা’ চাষের অভিযোগে কুমিল্লার মুরাদনগরে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিষেক দাশ এ আদালত এই অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার ধামঘর ইউনিয়নের নহল-চৌমুহনী বাজারের পাশে একটি মৎস্য প্রজেক্টে নিষিদ্ধঘোষিত রাক্ষুসে মাছ ‘পিরানহা’ চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। অভিযানের অংশ হিসেবে প্রজেক্টে জাল ফেললে পিরানহা মাছ পাওয়া যায়। পরে ১০ মণ মাছসহ গাইটুলি গ্রামের আজিজুর রহমানের ছেলে মাছ চাষি মিজানুর রহমানকে উপজেলায় নিয়ে আসা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের দায়ে মিজানুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা এবং প্রজেক্টের বাকি মাছ আগামী দুই দিনের মধ্যে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধরে ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান, মৎসজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মৎসজীবী লীগের সদস্যসচিব রাজিব মুন্সিসহ উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ