হোম > সারা দেশ > চট্টগ্রাম

গুদাম নির্মাণের কারণে বন্ধ পানি নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসনের দাবি এলাকাবাসীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করেন ফুলতলা এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।

বৃষ্টিকে উপেক্ষা করে নানা ধরনের ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় অভিযোগ করা হয়, ৫-৬ হাজার মানুষের আবাসস্থল ফুলতলায় দুই বছর আগে পানি নিষ্কাশনের একমাত্র পথটি গুদাম নির্মাণের মাধ্যমে বন্ধ করে দেয় আকিজ গ্রুপ। যার ফলে এখন সামান্য বৃষ্টি হলে হাঁটুসমান পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। এক দিনের ভারী বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তা ১৫ দিনেও কমে না। যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে যাওয়া মুসল্লিসহ গ্রামের হাজারো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

এলাকাবাসী এ ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তাঁরা জলাবদ্ধতা নিরসনে পানি চলাচলের জন্য নালা নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. রবিউল হক, মো. কামাল উদ্দিন, বায়তুল আমান জামে মসজিদের খতিব আবদুল হালিম হেলালি, সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাবুল চৌধুরী, সেলিম জাহেদী, মো. ইকবাল, মো. মহিউদ্দিন, আলাউদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ টিটু, আলমগীর মঞ্জু, খোরশেদ আলম, সবুজ প্রমুখ।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ