হোম > সারা দেশ > চট্টগ্রাম

গুদাম নির্মাণের কারণে বন্ধ পানি নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসনের দাবি এলাকাবাসীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করেন ফুলতলা এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।

বৃষ্টিকে উপেক্ষা করে নানা ধরনের ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় অভিযোগ করা হয়, ৫-৬ হাজার মানুষের আবাসস্থল ফুলতলায় দুই বছর আগে পানি নিষ্কাশনের একমাত্র পথটি গুদাম নির্মাণের মাধ্যমে বন্ধ করে দেয় আকিজ গ্রুপ। যার ফলে এখন সামান্য বৃষ্টি হলে হাঁটুসমান পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। এক দিনের ভারী বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তা ১৫ দিনেও কমে না। যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে যাওয়া মুসল্লিসহ গ্রামের হাজারো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

এলাকাবাসী এ ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তাঁরা জলাবদ্ধতা নিরসনে পানি চলাচলের জন্য নালা নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. রবিউল হক, মো. কামাল উদ্দিন, বায়তুল আমান জামে মসজিদের খতিব আবদুল হালিম হেলালি, সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাবুল চৌধুরী, সেলিম জাহেদী, মো. ইকবাল, মো. মহিউদ্দিন, আলাউদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ টিটু, আলমগীর মঞ্জু, খোরশেদ আলম, সবুজ প্রমুখ।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি