হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে আ. লীগ নেতার হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরীর বিরুদ্ধে মো. ইলিয়াছ নামের এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে ফুল দেওয়ার সময় উপজেলার লেলাং বধ্যভুমি স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুলের নেতৃত্বে একদল নেতা-কর্মী সকালে উপজেলার লেলাং বধ্যভুমি স্মৃতিসৌধে ফুল দিতে যান। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরীও কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে যান। 

সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে কোন পুষ্পমাল্য দেওয়া যাবে না বলে সেখানে থাকা নেতা-কর্মীদের শাসিয়ে দেন। এ সময় তিনি মাইকে সেখানে ঘোষণাকারী স্থানীয় মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। ঘটনাস্থলে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলে নাজিম মুহুরীর সঙ্গে থাকা আওয়ামী লীগের নেতা মো. এয়াকুব ও মো. মিন্টু তাঁদের দিকে তেড়ে গিয়ে হাতাহাতিতে লিপ্ত হন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুল আহত হন। 

মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ বলেন, ‘বিজয়ের ৫০ বছর পরও আমরা স্বাধীন হতে পারলাম না। আগাছাদের হাতে আমাদের মতো মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছি। জাতি হিসেবে এ লজ্জা আমরা রাখব কোথায়? তিনি আওয়ামী লীগের নেতা হয়ে কীভাবে অন্য আওয়ামী লীগ নেতাদের ফুল দিতে বারণ করে তা বোধগম্য নয়।’ 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, ‘আমরা ফুল নিয়ে সেখানে গেলে কিছু নেতা-কর্মী আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করেন। আমি সেখানে থাকা দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দেওয়ার চেষ্টা করি। এ ছাড়া সেসময় হাতাহাতিতে লিপ্তদের থামানোর চেষ্টা করেছি মাত্র। কোনো মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করিনি।’

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের