হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে আ. লীগ নেতার হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরীর বিরুদ্ধে মো. ইলিয়াছ নামের এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে ফুল দেওয়ার সময় উপজেলার লেলাং বধ্যভুমি স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুলের নেতৃত্বে একদল নেতা-কর্মী সকালে উপজেলার লেলাং বধ্যভুমি স্মৃতিসৌধে ফুল দিতে যান। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরীও কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে যান। 

সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে কোন পুষ্পমাল্য দেওয়া যাবে না বলে সেখানে থাকা নেতা-কর্মীদের শাসিয়ে দেন। এ সময় তিনি মাইকে সেখানে ঘোষণাকারী স্থানীয় মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। ঘটনাস্থলে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলে নাজিম মুহুরীর সঙ্গে থাকা আওয়ামী লীগের নেতা মো. এয়াকুব ও মো. মিন্টু তাঁদের দিকে তেড়ে গিয়ে হাতাহাতিতে লিপ্ত হন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুল আহত হন। 

মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ বলেন, ‘বিজয়ের ৫০ বছর পরও আমরা স্বাধীন হতে পারলাম না। আগাছাদের হাতে আমাদের মতো মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছি। জাতি হিসেবে এ লজ্জা আমরা রাখব কোথায়? তিনি আওয়ামী লীগের নেতা হয়ে কীভাবে অন্য আওয়ামী লীগ নেতাদের ফুল দিতে বারণ করে তা বোধগম্য নয়।’ 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, ‘আমরা ফুল নিয়ে সেখানে গেলে কিছু নেতা-কর্মী আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করেন। আমি সেখানে থাকা দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দেওয়ার চেষ্টা করি। এ ছাড়া সেসময় হাতাহাতিতে লিপ্তদের থামানোর চেষ্টা করেছি মাত্র। কোনো মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করিনি।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫