হোম > সারা দেশ > চাঁদপুর

ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের অভিযোগে ৪ শিশু আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে আব্দুল মতিন তালুকদার (৯৮) নামের এক ভিক্ষুকের নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার শিশুকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। 

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম। 

এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মসহ বিভিন্ন স্থান থেকে শিশুদের আটক করে পুলিশ। তারা সবাই ১২ থেকে ১৪ বছরের কন্যাশিশু। এদের মধ্যে এক শিশু ছিনতাইয়ের টাকা দিয়ে মোবাইল ফোন কিনেছে বলে জানায় পুলিশ। 

ভিক্ষুক মতিন তালুকদার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুলি মিয়া তালুকদারের ছেলে। তিনি সদরের গুচ্ছগ্রামে বসবাস করেন। 

পুলিশ জানায়, গত শুক্রবার মতিন তালুকদার ভিক্ষা করতে নামেন। এ সময় শহরের জোড়পুকুর পাড়ে শিশুরা বলে, ‘ওই এলাকার এক ভবনের ওপরে এক ব্যক্তি ৫০০ টাকা করে দিচ্ছেন, তাড়াতাড়ি যান।’ ওই ভবনের ওপর ভিক্ষুক গেলে শিশুরা প্রথমে তার ভিক্ষার টাকা নেয়। পরে ভুক্তভোগীর পরনে থাকা লুঙ্গি টান দিলে কোমরে থেকে সাড়ে ১৭ হাজার টাকা মাটিতে পড়ে যায়। এ সময় শিশুরা টাকাগুলো নিয়ে যায়। 

নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, ওই ভিক্ষুক অভিযোগ করলে চার শিশুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। টাকাগুলো তারা নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছে। আর এদের মধ্যে একজন দুই হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনেছে। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানায়, ভিক্ষুকের বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় চার শিশুকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত