হোম > সারা দেশ > চাঁদপুর

ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের অভিযোগে ৪ শিশু আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে আব্দুল মতিন তালুকদার (৯৮) নামের এক ভিক্ষুকের নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার শিশুকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। 

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম। 

এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মসহ বিভিন্ন স্থান থেকে শিশুদের আটক করে পুলিশ। তারা সবাই ১২ থেকে ১৪ বছরের কন্যাশিশু। এদের মধ্যে এক শিশু ছিনতাইয়ের টাকা দিয়ে মোবাইল ফোন কিনেছে বলে জানায় পুলিশ। 

ভিক্ষুক মতিন তালুকদার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুলি মিয়া তালুকদারের ছেলে। তিনি সদরের গুচ্ছগ্রামে বসবাস করেন। 

পুলিশ জানায়, গত শুক্রবার মতিন তালুকদার ভিক্ষা করতে নামেন। এ সময় শহরের জোড়পুকুর পাড়ে শিশুরা বলে, ‘ওই এলাকার এক ভবনের ওপরে এক ব্যক্তি ৫০০ টাকা করে দিচ্ছেন, তাড়াতাড়ি যান।’ ওই ভবনের ওপর ভিক্ষুক গেলে শিশুরা প্রথমে তার ভিক্ষার টাকা নেয়। পরে ভুক্তভোগীর পরনে থাকা লুঙ্গি টান দিলে কোমরে থেকে সাড়ে ১৭ হাজার টাকা মাটিতে পড়ে যায়। এ সময় শিশুরা টাকাগুলো নিয়ে যায়। 

নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, ওই ভিক্ষুক অভিযোগ করলে চার শিশুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। টাকাগুলো তারা নিজেদের মধ্যে বণ্টন করে নিয়েছে। আর এদের মধ্যে একজন দুই হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনেছে। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানায়, ভিক্ষুকের বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় চার শিশুকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির