হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুরাছড়ির পাহাড়ে এখন পাকা ধানের সুবাস

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

জুরাছড়ির পাহাড়ে পাহাড়ে এখন পাকা ধানের সুবাস। সকাল থেকে জুমে জুমে ধান কাটছে জুমিয়ারা। ধান কাটা শেষে জুমঘরে কিংবা জুমের ছায়া স্থানে মাড়াই করছেন তাঁরা। এখন পাহাড়ের চূড়ায় চূড়ায় পাকা ধান শোভা পাচ্ছে। জুমের ফলনও ভালো হয়েছে। জুমের উৎপাদিত ধান দিয়ে ৬ থেকে ৯ মাস পর্যন্ত খাবারের জোগান পায় জুমিয়ারা। এবার ধান ছাড়াও জুমে হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটিসহ প্রায় ৪০ জাতের সবজির চাষাবাদ হয়েছে। 

সরেজমিনে মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে পাহাড় ঘুরে দেখা গেছে, জুমের খেতগুলোতে কোথাও ধান কাটা চলছে, কোথাও চলছে কাটার প্রস্তুতি। টিয়া, ঘুঘু, চড়ুই, বন্য শুকরসহ বিভিন্ন বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষা করতে পাহারা দিচ্ছেন চাষিরা। 

এ বিষয়ে জুম চাষিরা বলেন, পাহাড়ে আগাছা পরিষ্কার করে এপ্রিল মাসের মাঝামাঝি ধান, কলা, মরিচ, আদা, বেগুন, শিম, মারফা, টিল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের বীজ বপন করেছি। আগস্ট মাসের মাঝামাঝি অর্থাৎ ভাদ্র মাসে জুমের ধান পাকতে শুরু করে। 

দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, এ বছর ধানের অনেক ভালো ফলন হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহফুজ আহমেদ সরকার বলেন, উপজেলায় ৭৩০ হেক্টর পাহাড়ি জুমে আউশ চাষাবাদ হয়েছে। এখন কাটার পর্যায়ে রয়েছে। আনুমানিক হেক্টর প্রতি ১ দশমিক ৪ টন চালের ফলন আশা করা হয়েছে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির