হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুরাছড়ির পাহাড়ে এখন পাকা ধানের সুবাস

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

জুরাছড়ির পাহাড়ে পাহাড়ে এখন পাকা ধানের সুবাস। সকাল থেকে জুমে জুমে ধান কাটছে জুমিয়ারা। ধান কাটা শেষে জুমঘরে কিংবা জুমের ছায়া স্থানে মাড়াই করছেন তাঁরা। এখন পাহাড়ের চূড়ায় চূড়ায় পাকা ধান শোভা পাচ্ছে। জুমের ফলনও ভালো হয়েছে। জুমের উৎপাদিত ধান দিয়ে ৬ থেকে ৯ মাস পর্যন্ত খাবারের জোগান পায় জুমিয়ারা। এবার ধান ছাড়াও জুমে হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটিসহ প্রায় ৪০ জাতের সবজির চাষাবাদ হয়েছে। 

সরেজমিনে মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে পাহাড় ঘুরে দেখা গেছে, জুমের খেতগুলোতে কোথাও ধান কাটা চলছে, কোথাও চলছে কাটার প্রস্তুতি। টিয়া, ঘুঘু, চড়ুই, বন্য শুকরসহ বিভিন্ন বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষা করতে পাহারা দিচ্ছেন চাষিরা। 

এ বিষয়ে জুম চাষিরা বলেন, পাহাড়ে আগাছা পরিষ্কার করে এপ্রিল মাসের মাঝামাঝি ধান, কলা, মরিচ, আদা, বেগুন, শিম, মারফা, টিল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের বীজ বপন করেছি। আগস্ট মাসের মাঝামাঝি অর্থাৎ ভাদ্র মাসে জুমের ধান পাকতে শুরু করে। 

দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, এ বছর ধানের অনেক ভালো ফলন হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহফুজ আহমেদ সরকার বলেন, উপজেলায় ৭৩০ হেক্টর পাহাড়ি জুমে আউশ চাষাবাদ হয়েছে। এখন কাটার পর্যায়ে রয়েছে। আনুমানিক হেক্টর প্রতি ১ দশমিক ৪ টন চালের ফলন আশা করা হয়েছে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির