হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাঁকরোল চুরির অভিযোগে যুবককে মারধর, বিষপানে মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব জঙ্গল এলাকায় খেতের কাঁকরোল চুরির অভিযোগে হাবিবুল্লাহ (২৫) নামের এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। অপমান সইতে না পেরে ওই যুবক বিষপানে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে ৯টার দিকে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা ঘটে। 

নিহত হাবিবুল্লাহ চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের আবদুল মজিদের পুত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলা চাম্বল ইউনিয়নের পূর্ব পূর্ব জঙ্গল চাম্বলে ক্ষতের কাঁকরোল চুরির অভিযোগে হাবিবুল্লাহকে মারধর করেন স্থানীয় দোস মোহাম্মদ, আবদুল কাদের এবং সাকিব। এরপর অপমান সইতে না পেরে হাবিবুল্লাহ বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার রাত ১২টার দিকে হাবিবুল্লাহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা গেছেন বলে জানান তার স্ত্রী রোকসানা আক্তার। 

নিহত হাবিবুল্লাহ স্ত্রী রোকসানা আক্তার বলেন, ‘এলাকার দোস মোহাম্মদ, আবদুল কাদের এবং সাকিব ক্ষেতের কাঁকরোল চুরির অভিযোগে স্বামীকে প্রচণ্ড মারধর করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার রাত ১২টা দিকে আমার স্বামী মৃত্যুবরণ করেন।’ 

এ ঘটনা অভিযুক্ত তিনজনকে পুলিশ আটক করেছেন। তারা হলেন দোস মোহাম্মদ (৩৫), আবদুল কাদের (২৭) এবং সাকিব (২২)।

চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর হক চৌধুরী বলেন, ‘খেতের কাঁকরোল চুরির অভিযোগে হাবিবুল্লার নামের একজনকে মারধরের ঘটনা শুনেছি। অপমান সইতে না পারে সে বিষপানে করলে পরিবারের সদস্য তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘নিহত হাবিবুল্লার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনা চলছে তদন্ত। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড