হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিস্ফোরণ: তদন্ত কমিটির সময় আরও ২ দিন বাড়ল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই দিন বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার ওই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাকিব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দাখিলের কথা থাকলেও প্রতিবেদন পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। আরও দুই দিন সময় বাড়ানো হয়েছে। যাতে পূর্ণাঙ্গ ও ফাঁকফোকরহীন একটি তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা যায়।’

গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সাতজন নিহত ও ৩০ জনের মতো আহত হন।

এ ঘটনায় ওই দিনই সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার সময়সীমা বেঁধে দেওয়া হয়।

তদন্ত কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (এসি ল্যান্ড), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিও আছেন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ