হোম > সারা দেশ > চট্টগ্রাম

যারা নৌকার বিরোধিতা করছে, তারা শয়তান: ভূমিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘আমি তাদের ডেকেছিলাম, বুঝিয়ে বললাম। এরপরও তারা আমার কথা শোনেনি। যারা নৌকার বিরোধিতা করছে, তারা শয়তান।’

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার নুরুল উলুম তাওহিদুল কোরআন মাদ্রাসার সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আমার প্রয়াত বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্বপ্ন ছিল কর্ণফুলীকে উপজেলায় রূপান্তর করা। সেটিও আওয়ামী লীগ সরকারের আমলে সম্ভব হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘এখানে চলছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে উপজেলা নির্বাচনে ফারুক চৌধুরীকে পুনরায় দলের মনোনয়ন দেওয়া হয়। কিন্তু নির্বাচনের শুরুতে কয়েকজন আওয়ামী লীগ নেতা নৌকার বিরোধিতা করেন। আমি তাদের ডেকেছিলাম, বুঝিয়ে বললাম। এরপরও তারা আমার কথা শোনেনি। নৌকার বিরোধিতা করছে। তারা শয়তান।’

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমির আহমদ, ডা. ফারহানা মমতাজ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টরসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে শিকলবাহায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারে ভূমিমন্ত্রী পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় আট নেতাকে বহিষ্কারের সুপারিশ করে আওয়ামী লীগ। ২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল