হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের প্যারেড ময়দানে আজহারীর মাহফিলে মুসল্লিদের ঢল

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিলে আজহারী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের প্যারেড ময়দানে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর আগমনে কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নেমেছে। গতকাল শুক্রবার দুপুর থেকে অনুষ্ঠানস্থল চকবাজারে প্যারেড মাঠে সালাতুল জুমা আদায়ের সময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান।

চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাস-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকেন। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যান চলাচল সীমিত হয়ে পড়ে। নগরের বিভিন্ন এলাকা থেকে কেউ হেঁটে আবার কেউ মিছিলযোগে মাহফিলে প্রবেশ করেন। সমাবেশে কয়েক লাখ লোক সমাগম হয় বলে ধারণা করা হয়।

এ সময় ট্রাফিক পুলিশের পাশাপাশি ইসলামী সমাজকল্যাণ পরিষদের হাজারো স্বেচ্ছাসেবীকে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে প্যারেড মাঠ পেরিয়ে নবাব সিরাজ উদ দৌলা রোড হয়ে চন্দনপুরা, বাকলিয়া এক্সেস রোড, দারুল উলুম মাদ্রাসা সড়ক, দিদার মার্কেট, গণি বেকারি, জামাল খান, চট্টেশ্বরী রোড, কাপাসগোলা পেরিয়ে বিভিন্ন স্থানে লোকজন দাঁড়িয়ে আলোচনা শোনে। মোড়ে মোড়ে প্রজেক্টর বসিয়ে আলোচনা শোনার ব্যবস্থা ছিল আগে থেকে।

এ ছাড়া গুলজার বেগম স্কুল, আনিকা কমিউনিটি সেন্টার, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, কাপাসগোলা সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের মাঠসহ বিভিন্ন স্থানে বড় পর্দায় মাহফিল দেখানোর ব্যবস্থা করা হয় মহিলাদের জন্য।

বেলা সাড়ে ৩টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আজহারী। রাত সাড়ে ৮টায় তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখতে শুরু করেন জনপ্রিয় এই ইসলামিক বক্তা।

চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিলে উপস্থিত মুসল্লিদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

এর আগে সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে সহসভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলের সমাপনী দিবসে বক্তব্য দেন ঐতিহাসিক পেরেড ময়দানের সাবেক আলোচক আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাওলানা শামীম সাঈদী, ড. বি এম মফিজুর রহমান আজহারী, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলামসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

আখেরি মোনাজাত পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হজরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী।

গত সোমবার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়। ২৯ বছর আগে থেকে প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আসছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প