হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার চরকুমিরা চৌরাস্তা নামক স্থানে গতকাল বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান। 

নিহত বিল্লাল হোসেন পৌর এলাকার সাফুয়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদপুরের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা ও অপর দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় যাত্রী বিল্লাল হোসেন অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক সাদ্দাম হোসেন জানান, বিল্লাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১